sign-up
এই ফেসবুক প্রোফাইলে যান। প্রোফাইলের বায়ো তে একটি ওয়েবসাইটের লিংক আছে-সেখানে ঢুকে এক সেকেন্ড অপেক্ষা করলে একটি অ্যাড আসবে সেই এড এ ক্লিক করে সাইন আপ করেন। ফেসবুকে লাইট দিয়ে করলে হবে না। অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন দিয়ে করতে হবে।
Link https://www.facebook.com/share/1F5uc7fF9W/
ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করিবেন না
শুধুমাত্র ফেসবুক অ্যাপ্লিকেশনে মাধ্যমে পোস্টটি ওপে ন করবেন।
বিঃদ্রঃ আগের স্ক্রিনশট, ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করা, কোন কিছু পেলে সাপোর্টে গিয়ে এডমিনের কাছে রিপোর্ট জানাবো এবং আপনার আইডি সাসপেন্ড হওয়ার যোকিতে থাকবে। তাই যেভাবে বলেছি শুধুমাত্র সেই ভাবে করবেন অন্যথায় টাকা পাবে না।
Comments
Post a Comment